কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মহানগর যুবলীগ নেতা মো. রোকন উদ্দিনের বিরুদ্ধে জমি বিক্রির পর জমির দখল বুঝিয়ে না দেয়া, প্রতারণা, শক্তি প্রদর্শনসহ ৫২ লাখ টাকা আত্মসাৎয়ের অভিযোগ করে বিচার দাবিতে মানববন্ধন করেছেন নগরীর ১৫নং ওয়ার্ডের কাশারী পট্টি ও কাটাবিল এলাকার ভুক্তভোগীরা।
১৯ অক্টোবর শনিবার কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে যুবলীগ নেতা রোকনের বিরুদ্ধে অভিযোগ করে ইশরাত কবীর নিশাত বলেন, রোকন তার দখলিয় একটি বিল্ডিংয়ের কিছু অংশ প্রবাসী জালাল উদ্দিনের কাছে বিক্রি করেন।
বিক্রির পর টাকা বুঝে পেয়েও জমির রেজিস্ট্রি ও জমির দখল বুঝিয়ে না দিয়ে উল্টা ধমকি-হুমকি দিয়ে গাঢাকা দিয়েছেন।
এমতাবস্থায় উপায়ান্তর না পেয়ে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণার মামলা করা হয়েছে। মানববন্ধন চলাকালে অভিযোগ করে আরো বক্তব্য রাখেন নারগিস কবীরসহ অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available