• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের হুমকির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

২০ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২১:৫৩

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের হুমকির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কসহ পঞ্চগড় জেলার সমন্বয়কদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টিসহ তাদের সহযোগীদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও জীবন নাশের হুমকি দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের আয়োজনে শহরের জজ কোর্ট এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে দাঁড়িয়ে আধা ঘণ্টাব্যাপী সমাবেশ কর্মসূচি পালন করে।

এতে পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীসহ সমন্বয়ক আতিকুজ্জামান আতিক, ওমর ফারুক, মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন বাপ্পী প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী ও তাদের দোসর জাতীয় পার্টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

এছাড়া পঞ্চগড়েও সমন্বয়ক ফজলে রাব্বিকে মেসেঞ্জার অডিও কলে হুমকি দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভুঁইয়া মুক্তা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাইমুজ্জামান ভুঁইয়া মুক্তাসহ আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার করতে আল্টিমেটাম দেন। গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০