• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪০:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪০:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না ২ মাস

২১ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৪১:৫৫

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না ২ মাস

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা না থাকায় ২ মাস ধরে বেতন পাচ্ছেন না স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া এ প্রতিষ্ঠানের নিজস্ব টেন্ডার ও ক্রয় কমিটির কার্যক্রম স্তিমিত হয়ে যাওয়ায় ওষুধ, খাদ্য ঠিকাদার বিল, লিলেন, মনোহারী সামগ্রী ক্রয় ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম থেমে আছে।

জানা গেছে, ২০ আগস্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেহেদী হাসান মজুমদার বদলি হয়ে চাঁদপুর মেডিকেল কলেজে প্রভাষক পদে যোগদান করেন। এরপর চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব ন্যস্ত করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ডা. সারোয়ার হোসেনের আর্থিক বিষয়ে (আয়ন-ব্যয়ন) কোনো ক্ষমতা না থাকায় আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন পাননি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি হিন্দু কর্মচারীরা বেতন ও বোনাস ছাড়াই কাটিয়েছেন দুর্গোৎসব। এছাড়া প্রতিষ্ঠানটির আর্থিক সব ধরনের বিল ও টেন্ডারসহ অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফায়দুল্যাহ মিঞা জানান, ২ মাস বেতন পাই না। আমিসহ সব কর্মকর্তা ও কর্মচারী খুব কষ্টে দিনাতিপাত করছি।

হাসপাতালের অফিস সহকারী মো. ইমাম হোসেন বলেন, বেতনের বিষয়টি ছাড়াও টেন্ডার কার্যক্রম স্থগিত থাকায় ওষুধ, খাদ্য ঠিকাদার বিল, লিলেন, মনোহারী বিল ও অন্যান্য উন্নয়ন কার্যক্রমসহ সব ধরনের আর্থিক বিল বন্ধ রয়েছে।

স্টোরকিপার মোস্তফা জানান, ইতোমধ্যে হাসপাতালের খাদ্য ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদকাল উত্তীর্ণ হলেও টেন্ডার প্রক্রিয়া না হওয়ায় আগের ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছেন। ১ অক্টোবর হাসপাতালের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিকুইজিট (এমএসআর) টেন্ডারে ওষুধ, যন্ত্রপাতি, কেমিক্যাল রিএজেন্ট, গজ, ব্যান্ডেজ, তুলা, লিলেন সামগ্রী, ফার্নিচার এবং নন-মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিকুইজিট টেন্ডারে পথ্য, মনোহারী সামগ্রী ও লিলেন ধোলাই দরপত্র আহ্বানের কথা থাকলেও স্বাস্থ্য কর্মকর্তা না থাকায় তা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ফলে হাসপাতালে ওষুধ ও স্টেশনারি সামগ্রীর মজুদ প্রায় শেষ হয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা মেডিকেল কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন জানান, তিনি দায়িত্বে থেকে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর্থিক সমস্যা সমাধানের লক্ষ্যে তাকে আয়ন-ব্যয়ন ক্ষমতা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫