গাজীপুর প্রতিনিধি: হাজিরা বোনাস, বাৎসরিক বেতন ও নাইট বিল বৃদ্ধিসহ মেডিকেল ছুটি বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করছে একটি পোশাক কারখানার প্রায় কয়েক হাজার শ্রমিক।
২১ অক্টোবর সোমবার সকাল পৌনে ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্ভিস লি. (স্ট্যান্ডার্ড গ্রুপ) এর শ্রমিকরা অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন শুরু করেন।
সাইফুল ইসলাম নামের এক পোশাক শ্রমিক বলেন, আমাদের বাৎসরিক বেতন ১৫% বৃদ্ধি করতে হবে। হাজিরা বোনাস ১ হাজার টাকা করতে হবে। নাইট বিল ২০০ টাকাসহ মেডিকেল ছুটি বাড়াতে হবে। তা নাহলে আমরা কর্মবিরতি পালন করে যাবো।
ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্ভিস লি. (স্ট্যান্ডার্ড গ্রুপ) এর এডমিন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, বিজিএমইএ ঘোষণা অনুযায়ী হাজিরা বোনাস ৭৫০ টাকা করা হয়েছে। নাইট বিল করা হয়েছে ১৫০ টাকা। কিন্তু শ্রমিকরা তাও মানছে না।
তিনি আরো বলেন, বাৎসরিক বেতন ১৫% বৃদ্ধির দাবি জানিয়েছে তারা। আমরা একা কীভাবে বাড়াবো। আশেপাশে আরও কারখানা আছে। তখন আমাদের উপর চাপ আসবে। সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে তারা কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে কাজে ফেরানোর জন্য।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সকাল থেকে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে। কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available