• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩০:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩০:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

২২ অক্টোবর ২০২৪ সকাল ১১:২৬:২২

লক্ষ্মীপুরে ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের কারণে ভাইকে ফাঁসাতে গিয়ে নিজের স্ত্রী জেসমিন আক্তার (৩৫) কে হত্যা করেছে পাষণ্ড স্বামী। থানা হাজতে ওই নারীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে স্বামী হারুন।

২১ অক্টোবর সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হারুন সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের নুর মোহাম্মদ ডাক্তার বাড়ির হানিফ মোল্লার ছেলে। তিনি পেশায় ইটভাটার মাঝি ছিলেন।

পুলিশ জানায়, হারুনের সঙ্গে তার ভাই হিরনের জমি নিয়ে বিরোধ রয়েছে। গেলো ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে খাওয়া শেষে হারুন ও তার পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ওই রাতে পৌনে ৩টার দিকে হারুন পার্শ্ববর্তী বিয়ে বাড়ির সাজসজ্জা দেখতে যাওয়ার কথা বলে স্ত্রী জেসমিনকে নিয়ে ঘরের বাহিরে বের হন। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন। ঘটনাটি ডাকাতি বলে প্রচার করতে হারুন নিজেই তার হাতে ও ঘাড়ে কাটা জখম করেন। পরে দা পুকুরের পানিতে পরিষ্কারের পর বসতঘরে রেখে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। এতে আশপাশের লোকজন বাড়িতে এলে সবাইকে জানায় ৭-৮ জনের ডাকাতদল তাদের কুপিয়েছে।

এসময় ঘটনার সঙ্গে তার ছোট ভাই হিরন জড়িত ছিল বলে তিনি পুলিশের কাছে দাবি করেন। পুলিশ সে সময় জিজ্ঞাসাবাদের জন্য হিরণকে আটক করে। পরে তদন্ত করে হত্যাকাণ্ডের সাথে হারুনের সম্পৃক্ততা পেলে তাকে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, আসামি হারুন তার ভাই হিরনকে ফাঁসাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। এসময় ঘটনাটি ডাকাতি বলে প্রচার করতে হারুন নিজের শরীরেও দা দিয়ে আঘাত করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০