• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন

২২ অক্টোবর ২০২৪ দুপুর ০১:২৩:০৪

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর মনোনীত সভাপতি হিসেবে মো. কামাল হোসেনের নাম উল্লেখসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত এডহক কমিটিতে বুড়িচং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. কামাল হোসেনকে সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসাবে মোহাম্মদ আবু তাহের, প্রতিষ্ঠাতা একজন, প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে একজন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে একজন ও সদস্য সচিব হিসেবে পদাধিকার বলেন অধ্যক্ষের নাম ঘোষণা করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটির মেয়াদপত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) ২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যেকোনো সময় প্রত্যাহারের ক্ষমতা রাখেন।

নবনির্বাচিত সভাপতি মো. কামাল হোসেন তার দায়িত্ব পালনে ও কলেজের শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন। 

উল্লেখ্য, ১৯৮৬-৮৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন কুমিল্লা-৫ আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. ইউনূস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫