• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩০:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩০:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুতে বিনামূল্যে সার-বীজ পেলেন কৃষকরা

১৩ এপ্রিল ২০২৩ সকাল ১০:৩০:৪১

রামুতে বিনামূল্যে সার-বীজ পেলেন কৃষকরা

মো. নুরুল হক সিকদার, রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় পাঁচশ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ সব বীজ-সার বিতরণ করা হয়।

১২ এপ্রিল বুধবার সকালের দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বীজ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার ও বীজ কৃষকদের হাতে তুলেন দেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমানের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সালাউদ্দিন।

উপজেলার পাঁচশ জন কৃষকের মাঝে ১০ কেজি করে এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে উফশী আউশ বীজ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের মানুষ এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের বিনামূল্যে সার-বীজ দিচ্ছে। সব ধরনের সুবিধা দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষিসামগ্রী দিচ্ছে। এমন সব সুবিধা আগে কোনো সরকার দেয়নি। তাই আওয়ামী লীগ সরকার কৃষক ও জনগণের প্রিয় সরকার। আগামী দিনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।

এ-সময় ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বাবু সুশান্ত দেবনাথসহ উপজেলার সকল ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০