রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন মহাথের।
১১ এপ্রিল মঙ্গলবার দুপুর ৩ টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের জ্যোতিষেণ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান (মুফিজ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাছুম, রাজারকুল ইউপি সদস্য সাহাবউদ্দিন, ফতেখাঁরকুল ইউপি সদস্য মোহাম্মদ ইউনূছ, রাজারকুল কৃষক লীগ নেতা জয়নাল আবেদীন (বাঙ্গালী) প্রমুখ।
রামু রাংকুট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন মহাথের বলেন, সব মানুষের মাঝে সম্প্রীতি রক্ষা, একে অপরের ধর্মের প্রতি ভালোবাসা, সম্মানবোধ এগুলাই সৃষ্টি হবে। সব কিছুর আগে আমাদের মাথায় রাখতে হবে আমরা মানুষ। আর গরিব অসহায়দের মাঝে ধর্মের বিভেদ ভুলে গিয়ে সাহায্য সহযোগিতা করাই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানবতায় হোক মানবের ধর্ম। দিনশেষে আমাদের সকলের পরিচয় আমরা মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ বলেন, ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে প্রতিবছর রমজান মাসে গরিব ও অসহায় মুসলমানদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। করোনাকালেও তিনি মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলেন অসহায় এবং দুস্থদের মাঝে। আমাদের এখানে একে অপরের ধর্মের প্রতি হিংসে নেই । সম্পীতির কোনও ঘাটতি নেই।
বৌদ্ধ ধর্মীয় গুরু কে শ্রী জ্যোতিসেন মহাথেরের এমন কর্মকান্ড সমাজে প্রশংসা কুড়াচ্ছে নিয়মিত। দৃড় করছে এখানকার সম্পৃতির বন্ধন। মানুষ বুঝতে শুরু করেছে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান হচ্ছে সবচেয়ে বড় ধর্ম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available