গাজীপুর (মহানগর) প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জন আসামিকে গ্রেফতার করেছে গাজীপুর গাছা থানা পুলিশ।
২৩ অক্টোবর বুধবার জেলার কোনাবাড়ী ও বাসন থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। উপপুলিশ কমিশনার মো. আলমগির হোসেন জি এমপি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলো- টাঙ্গাইলের ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের মো. জয়েন উদ্দিনের ছেলে মো. আকবর হোসেন (৪২), জামালপুর সদর থানার দিগপাইত গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. জীবন মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার উলাডাব গ্রামের মো. রফেতুল্লাহ মিয়ার ছেলে মো. হাসান মিয়া (৪৫), বাসন থানা এলাকা হতে যশোর জেলার মনিরামপুর থানার মহাতবনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইস্রাফিল হোসেন নয়ন (২৫) ও যশোর জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. রাজিব হোসেন (২৪)।
উল্লেখ্য, ১৫ অক্টোবর ২০২৪ সালে রাত ৩টায় গাছা থানার ভাড়ারীপাড়া ইউরো নিট ওয়্যার লিমিটেড এ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। লুণ্ঠিত মালামালের মধ্যে ৫,৯৯৬ কেজি ফেব্রিক্স উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা ও ডাকাতির কাজে কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করেছে গাছা থানা পুলিশ।
গ্রেফতার আসামিদের কোর্টে প্রেরণ করার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available