হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়ে দিনাজপুরের হিলিতে বিনামূল্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে বাংলাহিলি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা প্রশাসক অমিত রায়।
এসময় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউসুফ হারুন, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, ডাক্তার, স্বাস্থ্য কর্মী ও নার্সরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ জানান, বিভিন্ন স্কুলের (১০ থেকে ১৪ বছর বয়সী) ৫ম থেকে ৯ম শ্রেণির কিশোরীদের এসব টিকা দেওয়া হচ্ছে। ৯৬টি কেন্দ্রের মাধ্যমে উপজেলার ৪ হাজার ৮৬৮ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available