বিপ্লব তালুকদার, (খাগড়াছড়ি) প্রতিনিধি: ত্রিপুরা জনগোষ্ঠীর বৃহৎ সামাজিক উৎসব বৈসু উপলক্ষে খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে হারি বৈসু। এ উৎসবকে ঘিরে খাগড়াছড়ি প্রতিটি জনপদ পদে ছড়িয়ে পড়েছে উৎসব ও আনন্দের জোয়ার।
ত্রিপুরা সম্প্রদায়ের হারি বৈস উপলক্ষে সকালে নদীতে স্নান করে পবিত্র হয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে সকালে খাগড়াপুর নদীতে ফুল ও কাপড়ের টুকরা ভাসানোর মধ্য দিয়ে এ সম্প্রদায় হারি বৈসু উৎসব উদ্বেধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সহধর্মিনী মল্লিকা ত্রিপুরা।
এ সময় উৎসবের আমাজে ছড়িয়ে পড়ে চারদিকে। পাশাপাশি ঘর সাজাতে ব্যস্ত ত্রিপুরা সম্প্রদায়। ত্রিপুরা সম্প্রদায়ের পাড়ায় পাড়ায় চলছে ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য আর নতুন পোষাকে তরুণ- তরুণীরা ঘুরে বেড়ানো।
ত্রিপুরা সম্প্রদায়ের মতে এ দিনে গঙ্গাদেবীর উদ্দেশ্যে কাপড় ও ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো সকল দু:খ-গ্লানি মুছে নতুন বছরকে বরণ করেন। সে সাথে দেশ ও জাতীর মঙ্গল কামনা করা হয়।
সমতল থেকে ভিন্ন আঙ্গিকে পাহাড়ে বর্ষবরণ উৎসব পালন করা হয়। মুলত: চৈত্রের শেষ দু’দিন আর বৈশাখের প্রথমদিন নিয়ে পাহাড়ীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি পালন করে আসছে। অনাদিকাল থেকে মানুষ নানা আনুষ্ঠানিকতায় আনন্দ-উল্লাস আর উৎসব মুখর পরিবেশে এই উৎসব পালন করে।
উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে চলছে ত্রিপুরা সম্প্রদায়ের গ্রামগুলোতে নানা ঐতিহ্যবাহী খেলাধুলা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available