জাহিদুল ইসলাম অনিক, সাভার সংবাদদাতা: সাভারে যুব সমাজের আয়োজনে যমযম সিটিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল সন্ধ্যায় সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নে যমযম সিটি হাউজিং মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
যমযম সিটি হাউজিংয়ের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ ও ইসমাইল হোসেন সিরাজীর সার্বিক সহযোগীতায় ও সঞ্জয় ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান বাবুল (ব্যবস্থাপনা পরিচালক, সানলাইট টেনারী) ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে মাদক একটি বড় ব্যাধি। এর থেকে পরিত্রাণ পাওয়ার একটি মাত্র উপায় হচ্ছে খেলাধুলা। কিশোর-যুবকদের মাদক থেকে দূরে রাখতে সবসময় এই রকম আয়োজন করতে হবে। তবেই যুব সমাজ মাদক থেকে পরিত্রাণ পাবে।
যমযম সিটি হাউজিং মাঠে আজাদ টিম বনাম সজিব টিমের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমূখর পরিবেশে বিপুলসংখ্যক দর্শক উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হয়। ২-০ গোলে আজাদ টিম সজীব টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি অর্জন করেন। রার্নাসআপ সজীব টিমের অধিনায়কের নেতৃত্বে সকল খেলোয়াররা রার্নাসআপ ট্রফি গ্রহণ করেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হয় সাগর । ম্যান অফ দ্যা সিরিজ হিসেবে নির্বাচিত হয় রুবেল (মহাসিন টিম) এবং খেলায় তৃতীয় স্থান অর্জন করে শান্ত টিম। সৈয়দ ঈকবাল আলী টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আকবর হোসেন (ব্যবস্থাপনা পরিচালক মুন ট্যানারি)। সদস্য হিসেবে ছিলেন মোহাম্মদ কামাল, মোহাম্মদ আল আমিন হাওলাদার, মোহাম্মদ বোরহান, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ কবির, মো. সোহাগ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ তারেক হোসেন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available