• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৪:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৪:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাংবাদিক নাহিদের উপর হামলা, ভোলা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা

২৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:১৯

সাংবাদিক নাহিদের উপর হামলা, ভোলা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোরের কাগজ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এইচ এম নাহিদের উপর ভোলা প্রেস ক্লাবের মধ্যে আফজাল হোসেনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় ভোলা প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুকের সভাপতিত্বে এবং অপর আহ্বায়ক সদস্য ইউনুস শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহুরুল ইসলাম মঞ্জু, নাসির আহমেদ, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মো. মাকসুদুর রহমান, চ্যানেল আই ভোলা প্রতিনিধি হারুন অর রশিদ, বাসস প্রতিনিধি আলা-আমিন শাহরিয়ার, দৈনিক খবরের ভোলা প্রতিনিধি মো. বশির আহমেদ, দৈনিক মতবাদ এর ভোলা প্রতিনিধি জাকির হোসেন পারভেজ, দৈনিক ভোলার বাণী’র ব্যবস্থাপনা সম্পাদক মো. ইমরান হিমু, দৈনিক ভোলা টাইমস এর প্রধান বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত, দৈনিক স্বদেশ বিচিত্রা’র স্টাফ রিপোর্টার দাউদ ইব্রাহিম সোহেল, ই-টেন টিভি’র ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক আজকের দর্পনের ভোলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব, গ্রিন টিভির ভোলা প্রতিনিধি মো. মহিউদ্দিন, দৈনিক সংগ্রাম এর ভোলা প্রতিনিধি মো. হেলাল, দৈনিক সংবাদ সকাল এর ভোলা জেলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত, ভোলা প্রতিনিধি মো. জিহান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, আজ ৮ দিন পার হলেও পুলিশ আসামিদের বিষয় তেমন কোনো তৎপরতা চোখে পড়ে না। আফজাল হোসেন ও তার লালিত পালিত ক্যাডারদের অতিদ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। প্রতিবাদ সভায় ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ভোলা প্রেস ক্লাব মিলনায়তায়নে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মধ্যে এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন ও তার শ্যালক মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী ভোলা প্রেস ক্লাবের মধ্যে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এইচ এম নাহিদ ও তার শ্যালক জাফরের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে। এই ঘটনায় তারপরের দিন ভোলা সদর থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫