কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর সদরঘাটে হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গার তীরে থাকা এমভি জাহিদ-৮ নামের একটি লঞ্চ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় লঞ্চের ম্যানেজার শাহ আলম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২৪ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ও অভিযোগকারী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে বলা হয়, গত ২২ অক্টোবর বিকাল ৫টার দিকে এমভি জাহিদ-৮ লঞ্চ বুড়িগঙ্গার তীরে হাসনাবাদের রিপন ডগইয়ার্ডে রাখা হয়। সেখানে বিবাদী মিনজু ঢালী ও তার তিন ছেলে রনি, সনি ও বাবুসহ আরও অজ্ঞাতনামা লোকজন জাহাজের ভিতরে প্রবেশ করে। এরপর চাঁদার টাকার জন্য কোম্পানির মালিক আশরাফুল আলম জাহিদের খোঁজ করে। মালিককে না পেয়ে পরের দিন ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে তারা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ডগইয়ার্ডে থাকা লঞ্চের স্টাফদের মারপিট করে। স্টাফদের জিম্মি করে এমভি জাহিদ-৮ লঞ্চ রিপন ডগইয়ার্ড থেকে নিয়ে যায়। লঞ্চটি দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া ইকবাল চেয়াম্যানের ডগইয়ার্ডর সামনে ভিড়িয়ে রাখে।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা লঞ্চের কর্মচারী বাবুল ড্রাইভার, মিজান ড্রাইভার, জামাল শুকানীদের মারপিট করে মারাত্মক আহত করে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে লঞ্চের যন্ত্রাংশ খুলে বিক্রয় করবে বলে জানায়।
এ বিষয়ে অভিযোগকারী এমভি জাহিদ-৮ লঞ্চের ম্যানেজার শাহ আলম বলেন, আমাদের লঞ্চ ছিনতাই করা হয়েছে। এ অভিযোগে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক জুলফিকারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক জুলফিকার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available