স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগকে প্রত্যাখ্যান করে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সিলেটের আদালত পাড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে আইনজীবীরা। একপর্যায়ে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ সমাবেশ করে নিয়োগ প্রাপ্ত পিপি অ্যাডভোকেট এটিএম ফয়েজের ৩নং বার হলের ২য় তলায় কক্ষ সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
সেখানে সিনিয়র আইনজীবী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিুবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট আব্দুল ফাত্তাহ তুহেল, অ্যাডভোকেট এজাজ উদ্দিন, অ্যাডভোকেট আনছারুজ্জামান, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডভোকেট উবাদুর রহমান ফাহমি, অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকি, অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, অ্যাডভোকেট তানভীর আক্তার খান, অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট আলী হায়দার ফারুক, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরি, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজিব, অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট লিয়াকত আলী, অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আব্দুল হাই রাজন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজ, অ্যাডভোকেট তাজ রিহান জামান, অ্যাডভোকেট বদরুল আলম লিটন, অ্যাডভোকেট শামিম আহমদ, অ্যাডভোকেট হাবিব আহমদ, অ্যাডভোকেট মঞ্জুর এলাহি শামি, অ্যাডভোকেট আব্দুল হালিম রায়হান, অ্যাডভোকেট নাজমুল হুদা সাহান, অ্যাডভোকেট সাহেদ আহমদ, অ্যাডভোকেট খুরশেদ আলম, অ্যাডভোকেট গোলাম রসুল সুমেল, অ্যাডভোকেট মুমিনুল হক, অ্যাডভোকেট মোজাক্কির হোসেন, অ্যাডভোকেট নাছির উদ্দিন সাদিক, অ্যাডভোকেট রুহুল আমীন, অ্যাডভোকেট কামরুল আমিন, অ্যাডভোকেট কাজী সেবা আক্তার, অ্যাডভোকেট সাহেদ আহমদ, অ্যাডভোকেট জাবেদ আহমদ, অ্যাডভোকেট খায়রুল আমিন, অ্যাডভোকেট স্বপন আহমদ প্রমুখ।
এসময় আইনজীবীরা বলেন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট এ টি এম ফয়েজকে প্রতিহত করা হবে। তার বিরুদ্ধে আদালতের আইনজীবীরা ক্ষিপ্ত। তাকে প্রতিহত করতে সকল আইনজীবীরা ঐক্যবদ্ধ। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট এটি এম ফয়েজ একজন বহুরূপী ও বিতর্কিত ব্যক্তি।
তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে বিএনপিতে আসলেও বিগত খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ আন্দোলনে তার ভূমিকা ছিল রহস্যজনক। দলে তার সাংগঠনিক নিষ্ক্রিয়তা, অনুপস্থিতি ও দলীয় নেতাকর্মীদের আইনি সেবা প্রদানে তার বিতর্কিত ভূমিকার কারণে একসময় আইনজীবী ফোরামের সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়। তিনি দীর্ঘ দুই বৎসর আগে যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট হয়ে স্বপরিবারে স্থায়ীভাবে আমেরিকায় পাড়ি জমান।
গত ৫ আগস্টের খুনি হাসিনার দেশ ছেড়ে পালানোর পর দেশে তিনি পিপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন এবং সংশ্লিষ্টদেরকে ভুল বুঝিয়ে গুরুত্বপূর্ণ পদটি বাগিয়ে নেন। যা সিলেটের আইন অঙ্গনের সর্বস্তরের আইনজীবিদের মর্মাহত করছে। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত এ টি এম ফয়েজকে পরিবর্তনের জোর দাবি জানান। গত ২০ অক্টোবর সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের পিপি কক্ষ তালাবন্ধ করে আইনজীবীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available