রংপুর ব্যুরো: বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে এই সংগঠনটি সম্পন্ন নিষিদ্ধ। ছাত্রলীগের হয়ে যদি কেউ কখনও মিছিল করে বা ছাত্রলীগ যদি মিছিল করে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হবে।
২৬ অক্টোবর শনিবার বিকেলে রংপুর জেলা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা, হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি করা ছাত্রলীগের নেতাকর্মীরাই পরবর্তীতে বিসিএস দিয়ে বিভিন্ন মাধ্যমে পুলিশে এসে পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে। তাদেরকে পুলিশ বাহিনীতে এনে বাজে সংস্কৃতি চর্চা করা হয়েছে, সেটি দ্রুতই সংস্কার করা হবে।
ময়নুল ইসলাম বলেন, অতীতে অনেক রাজনীতিবিদ পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আবার যখন ছাত্রলীগ পুলিশে এসেছে উল্টো তারাও আবার রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। এই চর্চা বন্ধ করতে হবে। কেউ রাজনীতি করতে চাইলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে করুন। পুলিশ বাহিনীর যে সকল সদস্যরা অপরাধ করেছেন আমরা কাউকে ছাড় দিচ্ছে না। ইতোমধ্যেই পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাহিনীর অনেক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের অপরাধের ধরন অনুযায়ী তাদের শাস্তি পেতে হবে। আমরা ইতিমধ্যে অনেক পুলিশকে বদলি করিয়েছি। আরো অনেক পুলিশকে বদলি করা হবে। এখনও পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্য অবশ্যই শাস্তি পেতে হবে।
তিনি বলেন, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে ২০২৪ সালে নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এই স্বাধীনতা রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এই স্বাধীনতা অর্জনে যারা শহীদ হয়েছেন তাদেরকে কখনো ভোলা যাবে না। যারা পঙ্গু হয়ে আহত অবস্থায় এখন চিকিৎসাধীন রয়েছেন তাদের বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আর কোন বৈষম্য দেখতে চাই না। বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। কাউকে আমরা ছোট করে দেখতে চাইনা। আইনের কাছে সবাই সমান। তবে যার অপরাধ করেছে, অন্যায় করেছেন তাদের কোন ছাড় নেই। অপরাধীদের বিচার হবেই।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজমল, লে. কর্নেল মাসুদ, জেলা ও মেট্রো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপি-জামায়াতে ইসলামী ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
এর আগে পুলিশের ইন্সপেক্টর জেনারেল ময়নুল ইসলাম এনডিসি সকাল সাড়ে ১১ টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available