স্টাফ রিপোর্টার, সিলেট: খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, এ জাতির অভ্যুদয়টাই ছিল বৈষম্য আর বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু ইতিহাসের বিভিন্ন বাঁকে জাতিকে বারবারই বৈষম্য ও বেইনসাফির প্রতিবাদ করতে রক্ত দিতে হয়েছে। প্রতিবারই এ জাতির বঞ্চনার ইতিহাস প্রলম্বিত হয়েছে।
২৬ অক্টোবর শনিবার বিকেলে খেলাফত মজলিশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৈষম্য, দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত ইসলামি সমাজ প্রতিষ্ঠার দাবিতে নগরীর রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের নায়েবে আমির প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গির হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আবদুল হান্নান।
বিশেষ অতিথির বক্তব্যে নায়েবে আমির প্রিন্সিপাল শায়খ মজদুদ্দিন আহমদ বলেন, আল্লাহ মুক্তি দিয়েছেন, জুলুমের চিরস্থায়ী নিষ্কৃতির জন্য খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন বলেন, সিলেট হচ্ছে বন্যাপ্রবণ এলাকা। এই এলাকাসহ বাংলাদেশের বন্যা সংকট উত্তরনে ভারতের সাথে স্থায়ী মীমাংসা করার আহ্বান জানাচ্ছি।
সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, যুক্তরাজ্য সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, জেদ্দা মহানগর সভাপতি মাওলানা আবদুল মুকিত, রিয়াদ মহানগর সভাপতি মাওলানা আবুল হোসাইন, সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আবদুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর, মহানগর সহ সভাপতি মাওলানা কেএম আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, ইসলামি যুব মজলিশ সিলেট জেলা সভাপতি মাওলানা আহমদ মাহফুজ আদনান, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মিজানুর রহমান, শাবি সভাপতি হোসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ ও পশ্চিম জেলা সভাপতি আবদুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে বৈষম্য, ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে এক বিরাট গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available