• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাগেশ্বরীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন, গ্রেফতার ২

২৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৩৭:১৭

নাগেশ্বরীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন, গ্রেফতার ২

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন দেয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। এসময় চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- বল্লভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার মৃত নুর ইসলামের ছেলে বাবু মিয়া।

পুলিশ জানায়, রোববার ভোর রাতে গ্রেফতার দুইজন বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে। এসময় তারা অফিসেরে ভিতরে আগুন লাগিয়ে দেয়। এতে রেজিস্টার-২ বহি ১২টি, রেজিস্টার-১২ বহি ১টি, বেশকিছু নামজারী নথি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুপুরের মধ্যে দুইজনকে গ্রেফতার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভোরে খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে চুরি যাওয়া পানি পাম্প উদ্ধার করা হয়। পরে তাদের নামে মামলা দেয়া হয়।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহম্মেদ জানান, আগুন দেয়ার ফলে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫