• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৭:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৭:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৭ অক্টোবর ২০২৪ রাত ০৮:৩০:২১

নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

২৭ অক্টোবর রোববার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন জাহানারা হাসপাতালের সামনে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জাহানারা হাসপাতালের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে ফ্রি ব্লাড টেস্ট ও বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

এ সময়ে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পিরোজপুর জেলা যুবদলের অন্যতম সদস্য মো. মহিউদ্দিন আহমেদ হীরন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন, নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করেছে। আর এখন তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছি।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. এমাম আকন, মো. শাহীন মিয়া, সাবেক প্রচার সম্পাদক মো. জাহিদ মাস্টার, নেছারাবাদ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান তিনু, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মোহাসিন মিয়া, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সদস্য মো. হাসান জিয়া রাজু, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সাগর, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সজিব হোসেন, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিয়াউল হক সজিব, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. অলি হাওলাদার, নেছারাবাদ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. প্রান্ত তালুকদার, সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কাজী রাজিব রাফি, সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সালেহ আহমেদ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বিকেল ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ সময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা। 

পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০