রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের শিক্ষার্থী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হামলায় বসতঘর হারিয়ে শিশু ও নারীরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার সরকারি কলেজ এলাকায় এ হামলার চালানো হয়। ঘটনার পর ২ দফায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হামলায় আহত নাহার আক্তার জানান, অস্থায়ী বন্দোবস্তকৃত সরকারি জমিতে আমার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছি। প্রতিপক্ষ রুবেল তালুকদার ও তার স্ত্রী দুলু বেগমের সাথে এ জমি নিয়ে তার বিরোধ চলছিল। এর জেরে রুবেল তালুকদার ও দুলু তাদের স্থানীয় দলবল নিয়ে আমার স্বামী সাইফুল আজম এবং আমার কলেজ পড়ুয়া মেয়ে নাজিরা আক্তারের উপর হামলা চালায়। এক পর্যায়ে বসতঘরেও হামলা ও ভাংচুর করে জিনিসপত্র পাশের ডোবায় ফেলে দেয়।
হামলার সময় টাকা, মোবাইল ফোন, শিক্ষা সনদসহ গুরুত্বপর্ণূ কাগজপত্রসহ ছিনিয়ে নেয় হামলাকরীরা। ফলে বসতঘর হারিয়ে শিশু ও নারীসহ খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবারটি।
অভিযুক্ত রুবেল তালুকদার ও দুলু বেগম দাবি করেন, তাদের জমিতে ঘর তুলে সাইফুল আজমের পরিবারকে থাকতে দেয়া হয়েছিল। এখন সে ঘর ছেড়ে দিতে বলায় উল্টো তারাই আমাদের উপর হামলা চালিয়ে ভাংচুর করেছে।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। তদন্ত করে ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available