খুলনা ব্যুরো: খুলনায় দিনে-দুপুরে গুলিবর্ষণ ও বোমা বিষ্ফোরণ ঘটিয়ে সোনার দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ফুলতলার জামিরা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ নাজিমুদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।
২৮ অক্টোবর সোমবার দুপুরে নগরীর মশ্বেরপাশা কালিবাড়ী বাজারে দত্ত জুলেয়ার্সে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুর একটায় ৫ সদস্যের একদল ডাকাত একটি মাইক্রোবাস যোগে কালিবাড়ি বাজারের দত্ত জুলেয়ার্সে প্রবেশ করে। তারা দোকান মালিক উত্তম দত্তকে জিম্মি করে নগদ ২ লাখ ও ১০/১২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটায় পালিয়ে যায়। এসময় বোমার আঘাতে ৩ জন আহত হয়। পালিয়ে যাওয়ার সময় জনতা নিক্ষিপ্ত ইটের আঘাতে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায়।
দৌলতপুর থানার পুলিশ খবর পেয়ে ওই মাইক্রোর পিছু নেয়। পিছু নিয়ে ফুলতলা থেকে ১ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় অপর ৪ জন পালিয়ে যায়।
এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available