• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:০১:১৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:০১:১৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে জমি লিখে না দেওয়ায় মাকে বেধড়ক পেটালো ছেলে ও বউরা

২৯ অক্টোবর ২০২৪ সকাল ০৮:২০:২৪

রংপুরে জমি লিখে না দেওয়ায় মাকে বেধড়ক পেটালো ছেলে ও বউরা

রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর উত্তম মাস্টারপাড়া এলাকায় জমি লিখে না দেওয়ায় নাসিমা খাতুন (৬৪) নামের এক বৃদ্ধাকে বেধড়ক মারপিটসহ হত্যার চেষ্টা চালিয়েছে আপন ছেলে ও তাদের স্ত্রীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তামানে হাসপাতালের ১৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ওই বৃদ্ধা বাদি হয়ে হাজিরহাট মেট্রোপলিটন থানায় বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে ছেলে ও ছেলের স্ত্রীসহ সাঙ্গপাঙ্গদের হুঁমকি-ধামকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বৃদ্ধা। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কৃর্তপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তবে পুলিশ এখনও কোন আসামীকে গ্রেফতার না করায় ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ২নং ওয়ার্ডের উত্তম মাস্টারপাড়া এলাকার মৃত শামসুল হকের স্ত্রী মোছা. নাসিমা খাতুন (৬৪), তার অন্য ছেলেরা ভরণপোষণ না দেওয়ায় ছোট ছেলে মারুফ হোসেনের সাথে বসবাস করে আসছেন। কারণ অপর ছেলেরা তার কোন খোঁজ খবরও নেয় না।

এমতাবস্থায় (অন্য ছেলেরা) শহিদুল ইসলাম সুমন (৪৫), সুজন মিয়া (৪০), ইমাম হাসান বাবু (৩৭) ও তাদের স্ত্রীরা মোছা. শাহানা বেগম (৩৮), মোছা. সেলিনা বেগম (৩৫), মোছা. মুন্নি বেগম (৩৩) ও রুবেল মিয়ার স্ত্রী মোছা. কুলসুম বেগম (২২), সুলতান মিয়ার স্ত্রী মোছা. মাহমুদা বেগম (৩৮) সহ তাদের শ্বশুরবাড়ির লোকজন মিলে বাদির জমিজমা লিখে নিতে চায় ও দলিল করে নিতে চায়। এতে তিনি অনিহা প্রকাশ করলে দীর্ঘ দিন ধরে মারপিটসহ হুঁমকি ধামকি প্রদান করে আসছে।

নাসিমা খাতুন জানান, ২৭ অক্টোবর রোববার দুপুরে এরই মধ্যে আমার ছোট ছেলের বাড়িতে অবস্থানকালে ও সে বাড়িতে না থাকার সুযোগে বিবাদী মো. ইমাম হাসান বাবু ও মোছা. মুন্নি বেগমদ্বয় আমার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে আমার নিকট জমি দলিল করতে চায়। আমি অপারগতা প্রকাশ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যাযে এলোপাথারিভাবে মারপিট, চড়থাপড় ও কিলঘুষি মারতে থাকলে তিনি মাটিতে পড়ে যান বলে জানান।

বৃদ্ধা ওই নারী আরও জানান, পরে তাকে হত্যার উদ্দেশ্যে আসামীরা গলাটিপে ধরেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে নাসিমা খাতুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এসময় ওই বাড়ি ঘর, চেয়ার টেবিল ও ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে আসামীরা। এতে ওখানে অনেক টাকার জিনিস পত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। জামি জমা সংক্রান্ত ব্যাপারে আগেও তাকে অনেক ঝামেলা পুহাতে হয়েছে এবং ভবিষ্যতে আরও সমস্যা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি
৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৯:২৫