• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুকসুদপুরে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

২৯ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২৫:০৫

মুকসুদপুরে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর (পল্টন ট্রাজেডি)  গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর সোমবার বিকেলে ৩টায় মুকসুদপুর মডেল মসজিদের হলরুমে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর ইমরান সরদারের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা জামায়াত আমীর অধ্যাপক আব্দুল ওয়াহাব মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ সদর উপজেলার আমীর মো. তিতাস আহমেদ, আল মাসুদ খান, আব্দুল আজিজ, নজিবুর রহমান, দেলোয়ার হোসেন, মনিরুল কবির, ওবায়দুর রহমান, মোহাম্মদ আলী, আলী আকবর, মো. নুর আলম প্রমূখ।

বক্তারা বলেন, গত ১৭ বছরে আমাদের অনেক নেতা কর্মী শহীদি পেয়ালা পান করেছেন। আমরা তাদের মাগফিরাত কামনা করছি। প্রতিটি ঘরে ঘরে জামায়াতের দাওয়াত কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান তারা।

তারা বলেন, আওয়ামী লীগকে এ দেশের মানুষ গ্রহণ করেননি, আগামীতে করবে না। এদেশের সকল মানুষকে সাথে ফ্যাসিস্ট হাসিনা যা করেছে, তার বিরুদ্ধে মাঠে ময়দানে সোচ্চার থাকতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ মনে করে তাদের ভরসা এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুতরাং আমাদেরকে মানুষের কাছে যেতে হবে এবং মানুষের সেবক হতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫