নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় স্বামী, স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতাররা হত্যার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পিবিআই।
২৯ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর উত্তরার ১২নং সেক্টরে অবস্থিত ঢাকা জেলা পিবিআই পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় সংস্থাটি।
সংবাদ সম্মেলন থেকে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকা থেকে গত ১২ সেপ্টেম্বর ফ্ল্যাট থেকে ভবন মালিক মিজানুর রহমান বাচ্চু, তার স্ত্রী স্বপ্না বেগম ও শিশু কন্যা জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন নিহত বাচ্চুর প্রথম স্ত্রীর ছেলে তানভীর হাসান হিমেল তার সৎ মা ও বাবার ঘরে আগুন লেগেছে বলে প্রচার করে। ফ্ল্যাটের দরজা ভেঙে তার বাবা ও সৎ মা ও বোনের মরদেহ পাওয়া যায়। এরপর এটি আত্মহত্যা করেছে বলে প্রচার করে হিমেল।
এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হলে তদন্তে নামে ঢাকা জেলা পিবিআই। পরে তারা তথ্য প্রযুক্তির সহায়তায় বাচ্চুর প্রথম স্ত্রীর ছেলে তানভীর হাসান হিমেল ও তার সহযোগী তরিকুল ইসলাম হৃদয়কে আশুলিয়ার জিরাবো ও নবাবগঞ্জ থেকে গ্রেফতার করে।
পিবিআই পুলিশ সুপার জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার দায় স্বীকার করে। তারা জানায়, ঘটনার দিন প্রথমে তারা বাচ্চুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে শিশু সন্তানকে নিয়ে স্কুল থেকে হিমেলের সৎ মা বাসায় ফিরলে, তাদেরকেও শ্বাসরোধ করে হত্যা করে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এরপর কক্ষের মধ্যে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available