• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই কার্তিক ১৪৩১ সকাল ০৮:৩৩:২৮ (01-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই কার্তিক ১৪৩১ সকাল ০৮:৩৩:২৮ (01-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নেত্রকোনায় ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

৩১ অক্টোবর ২০২৪ সকাল ০৮:২৮:২৩

নেত্রকোনায় ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় অটোচালক গোলাম রব্বানী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে বকুল মিয়া (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

৩০ অক্টোবর বুধবার ভোর রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। বকুল মিয়া নান্দাইল উপজেলার আচারগাও ইউপির ঝাউগড়া গ্রামের কালা মিয়া ছেলে।

বুধবার দুপুরে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হলে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বকুল মিয়া।

সুত্র জানায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গাবর কালিয়ান গ্রামের হায়েছ উদ্দিন ভূঁইয়ার ছেলে নিহত অটোচালক গোলাম রব্বানীকে (৪৮) গত ২৮ অক্টোবর সোমরার রাত সাড়ে ৯টার দিকে রায়বাজার বাসস্ট্যান্ড থেকে রিজার্ভ ভাড়া করে ফেনারগাতি নিয়ে যায় যাত্রীবেশী দুবৃত্তরা। ফেনারগাতি মোড় ঘুরে রায়বাজার ফেরার পথে বড় কালিনয়ান এলাকায় অটোচালক গোলাম রব্বানীর ওপর হামলা চালায় যাত্রীবেশী দুর্বৃত্তরা।

এক পর্যায়ে গোলাম রব্বানীর গলার নিচে শ্বাস নালিতে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের অটোচালক গোলাম রব্বানী ভাগনে হুমায়ুন কবির বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতদের আসামী করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল আহমেদ জানান, গ্রেফতার হওয়া বকুল মিয়াকে আদালতে সোপর্দ করা হলে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে বাস চাপায় বিএনপি কর্মী নিহত
১ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৩৩:০৩









ঢাবির অধিভুক্তই থাকবে ঢাকার ৭ কলেজ
৩১ অক্টোবর ২০২৪ রাত ০৮:১৯:৫১