মো. নুরুল হক সিকদার, রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ । এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ হাজার পিস ইয়াবা ও নগদ ৮, ৬১, ৮০০ শত টাকা।
১৩ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার খুনিয়াপালং দরিয়ারদীঘি এলাকায় অভিযান চালিয়ে এ-সব ইয়াবা ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
আটককৃত হল- উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়াদিঘি মৌলভী পাড়া এলাকার বশির উল্লাহ'র ছেলে নেওয়াজ শরীফ (২৬) ও মোঃ শরীফ ডালিম (২২) এবং অপরজন একই এলাকার এহসান উল্লাহ'র ছেলে মোঃ কাউছার (২৫)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তাদের নিকট হতে সর্বমোট ৮০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৮,৬১,৮০০/- (আট লক্ষ একষট্টি হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পরের সহযোগিতায় ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদক ব্যবসার ডিলার হিসেবে কাজ করে। বিভিন্ন পন্থায় ক্রয়কৃত মাদক কক্সবাজারসহ বিভিন্ন এলাকা হতে আগত মাদক ব্যবসায়ীদের নিকট দীর্ঘ দিন ধরে বিক্রয় করে আসছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available