শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের দীপান্বিতা কালী পূজা উপলক্ষে শাহরাস্তি উপজেলার মেহের কালীবাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে জেলার শীর্ষ এ দুই কর্মকর্তা মেহের কালীবাড়ি এসে বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় তারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন।
দীপান্বিতা কালী পূজা উপলক্ষে তারা প্রদীপ প্রজ্বলন করেন এবং আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। তারা মেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, থানার অফিসার ইনচার্জ ও (ওসি) মো. আবুল বাশার, ট্রাফিক ইন্সপেক্টর এসএম কামরুল হাসান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।
রাত ৮টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্বাগত জানান পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার। এ সময় তিনি বলেন, কালী পূজা উপলক্ষে এবারই প্রথম কোনো জেলা প্রশাসক মেহের কালীবাড়ি পরিদর্শনে আসলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available