• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৩৬:২১ (02-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৮ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৩৬:২১ (02-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

মানববন্ধনে উপস্থিত হয়ে মুচলেকা দিলেন মাদক কারবারি খোরশেদ দম্পতি

২ নভেম্বর ২০২৪ সকাল ১১:১১:১৪

মানববন্ধনে উপস্থিত হয়ে মুচলেকা দিলেন মাদক কারবারি খোরশেদ দম্পতি

মানববন্ধনে হাজির হয়ে নিজের অপরাধ স্বীকার করে বক্তব্য রাখছেন মাদক কারবারি খোরশেদ আলম

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের মাদক কারবারি খোরশেদ দম্পতির শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২৮ মামলার আসামি খোরশেদ আলম ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার বিরুদ্ধে মানববন্ধন চলাকালে মাদক কারবারি খোরশেদ নিজেই হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে ভালো হওয়ার জন্য এলাকাবাসীর সহযোগিতা চান।

এ সময় প্রকাশ্যে এলাকাবাসী উদ্দেশ্যে খোরশেদ বলেন, আমার বিরুদ্ধে ২৩টি ও আমার স্ত্রীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। কিছু হলেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমি এ পথ থেকে ফিরে আসতে চাই। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আর মাদক বিক্রি করবো না।

মানববন্ধন শেষে মাদক কারবারি খোরশেদ আলম ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পা আর মাদক বিক্রি করবেন না বলে এলাকাবাসীর নিকট মুচলেকা দেন।

এর আগে ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় শাহরাস্তি পৌর এলাকার ১নং ওয়ার্ডের বটতলা এলাকায় মাদক কারবারি খোরশেদ ও তার স্ত্রী রুম্পার হাত থেকে সমাজকে রক্ষায় মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অহিদুর রহমান, হাজী মোহাম্মদ হারুনুর রশিদ, শহীদুল ইসলাম খোকন, তানিউল আলম সাম্মি, মো. সালামুতুল্লাহ সেলিম, আনিছুর রহমান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, মো. আরিফ হোসেন প্রমুখ।

তারা দাবি করেন, এলাকার উঠতি বয়সীরাও মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে। অপরাধীদের পুলিশ আটক করলেও কয়েকদিন পর ছাড়া পেয়ে আবারও মাদক কারবার শুরু করে। তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা
২ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৪৩:২৪