শেরপুর প্রতিনিধি: শেরপুরে ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি নিয়ে তুলকালাম শুরু হয়েছে। জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টাকা নিয়ে কমিটি ঘোষণা করার অভিযোগ করেছেন স্থানীয়রা।
তারা অভিযোগ করে আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকার বিনিময়ে শ্রমিকদলের মধ্যে পুনর্বাসন করা হয়েছে। এসব অভিযোগ এনে কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের আহবায়ক হিসেবে সেলিম আহমেদ জীবন ও এমদাদুল হককে সদস্য সচিব করে ৩৫ সদস্য কমিটি ঘোষণা করেন জেলা শ্রমিক দলের সভপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন।
সদস্য সচিব পদ পাওয়া নেতা এমদাদুল হকের অভিযোগ, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন টাকা নিয়ে কমিটি গঠন ও আওয়ামী লীগের লোকদের কমিটিতে পুনর্বাসন করেছেন।
এমদাদুল হক আরও বলেন, উপজেলা বিএনপি নেতাদের না জানিয়ে এবং টাকার বিনিময়ে এমন কমিটি ঘোষণায় ঝিনাইগাতী শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ঝাড়ু মিছিল করেছে।
এ বিষয়ে জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন বলেন, এমদাদুল হকের অভিযোগ সত্য নয়। টাকা নিয়ে কমিটি গঠন এবং আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করেছি, এটা যদি তারা প্রমাণ দিতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available