• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই কার্তিক ১৪৩১ রাত ০৮:৩৭:১৩ (02-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৮ই কার্তিক ১৪৩১ রাত ০৮:৩৭:১৩ (02-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খানজাহানের ৫৬৫তম ওফাত দিবসে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২২:৩১

খানজাহানের ৫৬৫তম ওফাত দিবসে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বিশ্বখ্যাত সমাজ সংস্কারক হজরত খানজাহানের ৫৬৫তম ওফাত দিবস উপলক্ষ্যে বাগেরহাটে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকাল দশটায় বাগেরহাট শহরের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি শুরু হয়।

গবেষণা সংস্থা খানজাহান ওয়েলফার ফাউন্ডেশনের আয়োজনে মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা এ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দুপুর ২টায় যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এছাড়া খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, এদের হাতে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ যায়েদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহা. সাইদুর রহমান খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম প্রমুখ।

রচনা প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করে সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় স্থান অধিকার করে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মুশফিকা আক্তার মিম, তৃতীয় স্থান অধিকার করেছে উদ্দীপন বদর শামসু বিদ্যানিকেতন এর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মো. জুবায়ের সর্দার।

খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন বাগেরহাট কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. ওমর, দ্বিতীয় স্থান অধিকার করেছেন যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শেখ রাইসুল আলম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন উদ্দীপন বদর শামসু বিদ্যানিকেতনের নবম শ্রেণীর শিক্ষার্থী আসিয়া আক্তার তিশা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নওগাঁয় দস্যু চক্রের মূলহোতাসহ ৩ জন আটক
২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৫:২১



ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৭:৩৬


কটিয়াদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন
২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৩:১৯