মিজানুর রহমান, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া। শত বছরের কুতুবদিয়ার মানুষের জীবনযাত্রার মান সমৃদ্ধ হলেও, বিদ্যুৎ না থাকায় সামগ্রিক উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। স্বাধীনতার ৫ দশক পেরিয়ে গেলেও এখানকার মানুষের কথা ভাবেনি কোনও সরকার। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখানকার মানুষের জীবনমান বদলে গেছে। সর্বক্ষেত্রে এসেছে পরিবর্তনের ছোঁয়া। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এখানে আনা হয়েছে বিদ্যুৎ। ফলে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে কক্সবাজারের দ্বীপ জনপদ কুতুবদিয়া।
বিদ্যুৎ কুতুবদিয়ার মানুষের কাছে এক সময় স্বপ্ন ছিল। আজ সেখানে চলছে খুশির জোয়ার। এই অসম্ভব স্বপ্নটি পূরণ হয়েছে ১২ এপ্রিল বুধবার সন্ধ্যায়।
এ প্রকল্পে প্রাথমিকভাবে ১ হাজার ২শো গ্রাহককে জাতীয় গ্রিড থেকে ৫শ কিলো বিদ্যুৎ সরবরাহ শুরু করে। জাতীয় গ্রিডের বিদ্যুতের আলোয় ঝলমল করে উঠে কুতুবদিয়ার রাস্তা-ঘাট, ঘরবাড়িসহ বড়ঘোপ বাজার। প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহারে জনমনে খুশির বন্যা বয়ে যাচ্ছে।
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজারে ব্যবসায়ী জিল্লুর করিম জানান, কুতুবদিয়া বিদ্যুৎ আসবে এটা অকল্পনীয় ছিল। কুতুবদিয়ার মানুষের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী আন্তরিক ছিলেন। ১২ এপ্রিল বুধবার রাত থেকে আমরা বিদ্যুৎ পেয়েছি। আমি মনে করি, বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে চট্টগ্রাম শহরের মতো এখানে শিল্প- কারখানা গড়ে উঠবে।
বিদ্যুতের আলোয় আলোকিত কুতুবদিয়া এই সম্পর্কে কুতুবদিয়া মহেশখালীর সাংসদ আশেক উল্লাহ রফিক (এমপি) বলেন, কুতুবদিয়ার মানুষ বিদ্যুৎ পাবে এটা কিছু দিন আগেও অবাস্তব ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতার কারণেই কুতুবদিয়া আজ জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হতে পেরেছে। আমাদের সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে কুতুবদিয়ায় বেশি উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, যেহেতু প্রধানমন্ত্রী দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে পদক্ষেপ নিয়েছে। তাই কুতুবদিয়াকেও এই উন্নয়নের সড়কে তুলে এনেছে। এসময় তিনি গ্রাহকদের বিদ্যুতের সংযোগ নেয়া এবং স্থানীয় প্রশাসনকে বিদ্যুৎ সঞ্চালনের কাজে সহযোগিতা করার অনুরোধ করেন।
এসময় বিদ্যুৎ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. ফারুক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জজ মিত্র চাকমা, উপজেলা আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মো. তাহের, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালামসহ অনেকেই কুতুবদিয়া বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে বিদ্যুৎ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতুবদিয়াসহ দেশে- বিদেশে অবস্থানরত লাখ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, দেশব্যাপী শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে ২০২০ সালে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে 'হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন' প্রকল্প হাতে নেওয়া হয়। ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available