• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জের সিংগাইরে বিদেশি পিস্তলসহ ২ মাদক কারবারি আটক

৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৬:২৯

মানিকগঞ্জের সিংগাইরে বিদেশি পিস্তলসহ ২ মাদক কারবারি আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বিদেশি পিস্তল ও মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছেন পুলিশ।

২ নভেম্বর শনিবার রাতে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাকা দক্ষিণপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের কলাতিয়া নিশানবাড়ী এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে শাহিনুর ইসলাম (২৯) এবং ঢাকার ধামরাইয়ের কালামপুর মধ্যপাড়ার মোতালেব হোসেনের ছেলে সুমন হোসেন (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বড়বাকা এলাকার ফজল ফকিরের ছেলে কহিনুর রহমানের সাথে যোগসাজসে ইয়াবা ট্যাবলেটসহ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন শাহিনুর ইসলাম ও সুমন হোসেন। শনিবার রাত সোয়া ১১টার দিকে মাদক ক্রয়-বিক্রয়ের সময়ে স্থানীয় বড়কারা এলাকার লোকজন মাদক কারবারি শাহিনুর ইসলাম ও সুমন হোসেনকে মাদকসহ হাতেনাতে ধরে এবং গণপিটুনি দিয়ে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এরপর জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ১৫ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। পরে তাদের জিজ্ঞাবাদ করা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে, বড়বাকা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় শাহিনুর ইসলাম, সুমন হোসেন ও কহিনুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তবে মামলার আরেক আসামী কহিনুর রহমান কৌশলে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫