ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পিছনে অপর আরেকটি সিমেন্ট মিক্সচার ট্রাকের ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন।
৩ নভেম্বর রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সচার ট্রাকের চালক সহকারী নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক (যাহার রেজি নং- ঢাকা মেট্রো-ট-২০-০৫০৫) নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এ সময় সিমেন্ট মিক্সচার একটি ট্রাক (যাহার রেজি নং- খুলনা মেট্রো -শ-১১-০৫৩২) বালু বোঝাই ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সচার ট্রাকের চালক সহকারীর মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন চারমাথা মোড়সহ বিভিন্ন জায়গায় রাস্তার ফুটপাত দখল করে অবৈধভাবে অনেক দোকান নির্মাণ করা হয়েছে। এর কারণে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি আসছে তা সহজে দেখা যায় না। মূলত এ কারণেই এখানে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। ফুটপাত দখলমুক্ত করে রাস্তায় গাড়ি দাঁড় করানোর জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার পরবর্তী বালু বোঝাই ট্রাকের চালক ও চালক সহকারী পুলিশের হেফাজতে রয়েছে এবং সিমেন্ট মিক্সচার ট্রাকের ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available