ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে ইটনা উপজেলায় বসবাসরত হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব চাল বিতরণ করা হয়।
১৫ এপ্রিল শনিবার সকালে উপজেলা খাদ্য গোদামে সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বসবাসরত হতদরিদ্রের মাঝে এই চাল তুলে দেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহাগ মিয়া। তখন উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, ইউপি সচিব আক্তার উদ্দিনসহ সকল ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বারবৃন্দ।
উল্লেখ্য, ইটনা উপজেলার ৯ টি ইউনিয়নে ৩০ হাজার ৭১৫ জনকে এই চাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান জানান, হতদরিদ্রের জন্য ঈদ উপহারের চাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম যেনো না হয়, এইজন্য প্রতি ইউনিয়নে একজন করে মনিটরিং ট্যাগ অফিসার দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available