• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমতলীতে ভূমি জরিপের অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন

১৫ এপ্রিল ২০২৩ দুপুর ০১:৪৫:২৪

আমতলীতে ভূমি জরিপের অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন

আমতলীতে ভূমি জরিপের অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ভূমি জরিপে  অনিয়ম  বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। ১৫ এপ্রিল শনিবার সকাল ১১ টায় আমতলী সদর ইউনিয়নের আকন বাড়ি বাজারে মানববন্ধন করেন ভুক্তভোগী ৫২নং উত্তর টিয়াখালী মৌজাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য জালাল উদ্দিন খান,  আলতাফ হোসেন হাওলাদার,  মো. ফিরোজ, মো. ফেরদাউস আকন, আমিনুল ইসলাম মৃধা, আব্দুস সোবহান শরীফ, মো. দেলোয়ার আকন, মো. মাজেদ মৃধা, অধ্যাপক গাজী মো. রুহুল আমিন, আব্দুল মজিদ ফকির, আব্দুল খালেক হাওলাদার, মো. জহিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে টিয়াখালী মৌজার পাঁচ শতাধিক ভুমি মালিকসহ ভুক্তভোগিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, উপজেলার ৫২ নং উত্তর টিয়াখালী মৌজায় সাবেক (এসএ) খতিয়ানগুলোতে ও ১টি দাগ হইতে বর্তমান বিএস জরিপে বহু খতিয়ান ও দাগ তৈরি করা হয়েছে। এতে  ভূমি মালিকদের বিএস জরিপে বহুবিধ ব্যঘাত ঘটছে। তাতে খতিয়ান ও দাগে মূল মালিকদের ভূমি পূর্বের চেয়ে অনেক কম দেখা যায়। যাহার ফলে ভূমির মালিকগণ সঠিক হিসাব পাচ্ছে না। বহুবিধ দাগ ও খতিয়ান সৃষ্টির কারণে মাঠ জরিপ তালাশিতে ভূমি মালিকদের বহু হয়রানি ও বিপাকের স্বীকার হতে হচ্ছে। ভুক্তভোগিরা অবিলম্বে ভুমি জরিপের এসব অনিয়ম বন্দের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে আমতলী সহকারী সেটেল্টমেন্ট অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষযটি ক্ষতিয়ে দেখবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫