• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে কার্তিক ১৪৩১ দুপুর ০১:৫০:০০ (05-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে কার্তিক ১৪৩১ দুপুর ০১:৫০:০০ (05-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাজারে নৈরাজ্য ঠেকাতে শ্রীমঙ্গলে বিনা লাভে নিত্য পণ্য বিক্রি শুরু

৫ নভেম্বর ২০২৪ সকাল ১০:৫৯:৫৬

বাজারে নৈরাজ্য ঠেকাতে শ্রীমঙ্গলে বিনা লাভে নিত্য পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজারে নৈরাজ্য ঠেকাতে এবং সিন্ডিকেট ভাঙতে সঠিক ওজনে বিনা লাভে নিত্য পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের হাতে বিনা লাভে নিত্য পণ্য পৌঁছে দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধু।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ও মহসিন মিয়া মধুর উদ্যোগে শহরের নতুন বাজার এলাকায় সোমবার ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, ডিম, সেমাই আলুসহ বিভিন্ন সবজি বিক্রয়ের মাধ্যমে বিক্রয় কেন্দ্রের যাত্রা শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী ক্রয় করতে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষজন ব্যাপক ভিড় জমায়। এ সময় সবাইকে উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে খাদ্যপণ্য ক্রয় করতে দেখা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী বলেন, পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়ার মানবিক এই উদ্যোগে আমরা যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি বলেন, অতিরিক্ত মুনাফা লোভীদের নৈরাজ্য ঠেকাতে উদ্যোগটি হাতে নেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখেছি খাদ্যপণ্যের বিক্রয় কেন্দ্র উদ্বোধনের আগে থেকে সাধারণ মানুষ উৎসাহ নিয়ে জড়ো হয়েছে। তাছাড়া খেটে খাওয়া মানুষরা স্বল্প মূল্যে পণ্য কিনে তাদের মুখে যে হাসি ফুটেছে সেটা দেখে আনন্দে বুকটা ভরে গেছে।

রিকশা চালক মোমিন মিয়া বলেন, ডিম ৪৫ টাকা, চাল ৪৬ টাকা, ডাল ১০২ টাকা, লাউ ৪০ টাকা, পেঁপে ২৪ টাকা দরে কিনেছি। তিনি বলেন, বিনা লাভের দোকান থেকে যে জিনিসগুলি কিনেছি সেগুলো অন্য জায়গা থেকে কিনলে আরো ১০০ টাকা বেশি লাগতো। মহসিন মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

মহসিন মিয়া মধু বলেন, আপনারা জানেন সারাদেশে বাজারে সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা নৈরাজ্য করে চলছে। বর্তমান সরকারও অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আমি আমার নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে পাইকারি মূল্যে খুচরায় নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র চালু করেছি। তার একটাই লক্ষ্য নৈরাজ্যকারীদের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া।

তিনি বলেন, এ কাজে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। যতদিন পর্যন্ত নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, টিটু দাস, মোবারক হোসেন, ভুট্টু মিয়া, কাজী আব্দুল গফুর, আব্দুর রহমান খান পাশা, ভুট্টো মিয়া, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্কুল কলেজের ছাত্র,  স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এখন কে হবেন তিন মেয়ের অভিভাবক?
৫ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১৪:৩৪






কালিয়ায় ২ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
৫ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১০:০০