চট্টগ্রাম প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার হাজারি গলি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের থামাতে গিয়ে পুলিশ ও সেনাসদস্যদের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ ও ইট পাথর নিক্ষেপ করা হয়। পরে গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমানও দুর্বৃত্তদের হামলায় আহত হন। এ নিয়ে মোট ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
৫ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় সনাতন ধর্মাবলম্বীদের একাংশের এ বিক্ষোভ শুরু হয়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পুলিশ ও সেনাসদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একজন ফেসবুক ব্যবহারকারী একটি ফটোকার্ড শেয়ার করেন। বলা হচ্ছে, সেখানে ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ছিল। ফটোকার্ড সম্বলিত সেই পোস্ট ফের ফেসবুকে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক। আর সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সনাতনীদের একাংশ মঙ্গলবার বিকেলে দোকানটি ভাঙচুর করেন এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণের চেষ্টা চালান।
খবর পেয়ে সন্ধ্যার দিকে বিক্ষোভকারীদের থামাতে যান পুলিশ ও সেনাসদস্যরা। একপর্যায়ে তাঁদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে ‘অ্যাসিড’ ছুঁড়ে মারা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে আইনশৃংলাবাহিনীর ওপর ইট পাথর নিক্ষেপ করে হামলা চালায় বিক্ষোভকারীরা।
চট্টগ্রামের যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ জানায়, চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দুর্বৃত্তের হামলায় ৭ জন আহত হন। হামলাকারীদের ধরতে যৌথবাহিনী অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ থামাতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে সেনাসদস্যরা যান ঘটনাস্থলে। বিক্ষোভকারীরা যৌথবাহিনীর ওপরও হামলা চালায়। এতে আমাদের ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘আমাদের ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available