• ঢাকা
  • |
  • বুধবার ২২শে কার্তিক ১৪৩১ দুপুর ০১:৩৮:২৬ (06-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২২শে কার্তিক ১৪৩১ দুপুর ০১:৩৮:২৬ (06-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

৬ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৪৩:৩৭

নারায়ণগঞ্জ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত শিশুর পরিবারের অভিযোগ, ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক ইনজেকশন দেয়ার পর পরই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত ডাক্তার উজ্জ্বল মিত্রের চেম্বারে ভিড় করেন শিশুর পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন, উজ্জ্বল মিত্র শিশুটির শারীরিক অবস্থা সঠিকভাবে নিরীক্ষণ করেন নাই এবং উচ্চমাত্রার কোনো ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

নিহত শিশুর মা আরবি আমান রিয়া সাংবাদিকদের জানান, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় একমাত্র শিশু সন্তানকে নিয়ে সকাল দশটার দিকে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে উজ্জ্বল মিত্রের কাছে যাই। চিকিৎসক উজ্জ্বল মিত্র শিশুটি নিউমোনিয়া আক্রান্ত জানিয়ে একটি চিকিৎসা ব্যবস্থাপত্র দেন। তাতে ওষুধের পাশাপাশি একটি ইনজেকশন দেওয়ার কথাও উল্লেখ করেন। ইনজেকশনটি ডায়াগনস্টিক সেন্টারের পাশের ফার্মেসি থেকে কেনার পর নিকটবর্তী আরেকটি ক্লিনিকে সেটি বাচ্চাকে দেয়া হয়। ইনজেকশন দেয়ার পর বাসায় নিয়ে আসলে কিছুক্ষণ পরই আমার বাচ্চার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তখন সাইনবোর্ড এলাকার বাংলাদেশ নবজাতক হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসক জানান, আমার বাচ্চা মারা গেছে।

ডা. উজ্জ্বল মিত্র সাংবাদিকদের জানান, সঠিকভাবে পর্যবেক্ষণের পরই শিশুটির জন্য চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়। ইনজেকশন আমি পুশ করিনি, কেবল লিখে দিয়েছি। ইনজেকশন পুশ করার সময় কী হয়েছে কিংবা তার পরে কী হয়েছে সে বিষয়ে তো আমি একেবারেই অজ্ঞাত। ডাক্তার হিসেবে কেবল আমি চিকিৎসা পরামর্শ দিয়েছি।

সদর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নজরুল ইসলাম জানান, আমরা অনুসন্ধান করে জেনেছি, শিশুর আগে থেকেই নিউমোনিয়া ছিল। শিশুকে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে গেলে একটি ইনজেকশনের প্রেসক্রিপশন দেয়া হয়। পরে ইনজেকশন দেয়ার পর বাচ্চাটির তেমন রেসপন্স করে নাই। ডাক্তারের কাছে নেয়া হলে পরিবারের সদস্যরা জানতে পারে, শিশুটি মারা গেছে। আমাদের কাছে এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আসে নাই। অভিযোগ দেয়া হলে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভৈরবে ভেজাল গুড় কারখানায় অভিযান
৬ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২৭:২৪