• ঢাকা
  • |
  • বুধবার ২২শে কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৯:১০ (06-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২২শে কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৯:১০ (06-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে ফ্ল্যাট থেকে ২ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

৬ নভেম্বর ২০২৪ সকাল ১১:৫৪:১৫

গাজীপুরে ফ্ল্যাট থেকে ২ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের একটি চারতলা ভবনের ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মহানগরীর কাশিমপুরের মাধবপুর (উত্তরপাড়া) এলাকার রেজাউল করিমের মালিকানাধীন ভবন থেকে ৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ২টার তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। খবর পেয়ে রাতেই গাজীপুর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই), থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর উপজেলার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। তাঁরা উভয়ে কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিমমের বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হত্যার শিকার নিহত রাসেল এবং সুফিয়ান চারতলা ওই ভবনের চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন। মঙ্গলবার  রাসেল ও সুফিয়ান কারখানায় কাজে না যাওয়ায় রাতে ওই ভবনের কেয়ারটেকার বকুলকে ফোন করে তাদের দুজনের কথা জিজ্ঞেস করেন। পরে কেয়ারটেকার বকুল রাত ১১টার দিকে চারতলায় উঠে কক্ষের ভেতরে গিয়ে রাসেল ও সুফিয়ানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কাশিমপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিজয় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
৬ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৪৪:৫৮

রাজধানী থেকে আমির হোসেন আমু গ্রেফতার
৬ নভেম্বর ২০২৪ দুপুর ০২:২২:৪২



ভৈরবে ভেজাল গুড় কারখানায় অভিযান
৬ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২৭:২৪