রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তেচ্ছিপুল এলাকার আফনান আক্তার (২৩) নামে চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ফয়সালকে আটক করেছে র্যাব।
১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানাযায়, ৩০ ডিসেম্বর দুপুর ২টায় উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তেচ্ছিপুল - সিকদার পাড়া এলাকায় স্বামীর সাথে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের কাছে মারধরের শিকার হন আফনান আক্তার(২৩) নামে চার মাসের অন্তঃসত্ত্বা নারী। খবর পেয়ে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত সন্তান প্রসব করেন মারধরের শিকার হওয়া ওই অন্তঃসত্ত্বা নারী। ওই ঘটনায় আফনান আক্তার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েক জনকে আসামী করে রামু থানায় একটি এজাহার দায়ের করেন। এ মামলার ১ নং আসামী ফয়সাল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। পরে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার কক্সবাজার শহর থেকে তাকে আটক করে।
আহত নারীর স্বামী আরমান জানায়, পূর্ব শত্রুতার জেরে হলদিয়া পালং ইউনিয়নের খেলেসা পাড়া এলাকার ফরিদের ছেলে ফয়সাল ও সোহেল প্রঃ ছোট,চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিফুল-সিকদার পাড়া এলাকার মুফিজুর রহমানের ছেলে শাহাদাত হোসেন ,মো. রুবেলের ছেলে কামাল হোসেন জুয়েল, গোলামুর রহমানের ছেলে ইমরানুল হক সুজন, তার আরেক ছেলে আসলাম উদ্দীন বাবু সহ অজ্ঞাতনামা আরো কয়েক জন আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে ঢুকে খোজাখুজি করে। পরবর্তীতে আমাকে না পেয়ে ঘরের মূল্যবান জিনিস পত্র ভাংচুর করার চেষ্টা করলে আমার স্ত্রী বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে এক যোগে আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে। এসময় আমার স্ত্রীর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
মামলার বাদী আফনান আক্তার জানান, এখনো আসামীরা আমাদের মারধর,গুম করাসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে এলাকায় বসবাস করা দায় হয়ে পড়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available