টাঙ্গাইল প্রতিনিধি: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের মানুষের অর্থে সৃষ্ট তহবিল নয়ছয় করার কোনো সুযোগ নেই। নয়ছয়ের কথা যেগুলো শুনেছেন সেগুলো বহুত আগের কথা।
৬ নভেম্বর বুধবার দুপুরে টাঙ্গাইলে ব্যুরো বাংলাদেশ অডিটোরিয়ামে স্থানীয় একটি পরিবেশবাদী সংগঠনের সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর একটি পরিবর্তিত গাইড লাইনের অধীনে সাতটি সরকারি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সেখানে আশা করি, নয়ছয়ের কথাটা আপনারা শুনবেন না। এখানে প্রচুর প্রকল্প এসেছিল, নতুন গাইড লাইনের কারণে অনেকগুলো বাদ দেয়া হয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন ইটভাটার অনুমতি দেয়া বন্ধ করে দিয়েছি। কারণ, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালের পর কোনো সরকারি নির্মাণে আর পোড়ানো ইট ব্যবহার করা হবে না। কোনো সভ্য দেশে মাটি দিয়ে ইট পুড়িয়ে বিল্ডিং বানায় না। তারা বিকল্পে চলে গেছে। আমাদেরকেও বিকল্পে চলে যেতে হবে।
তিনি বলেন, এখন পলিথিন একটা নিষিদ্ধ জিনিস। একটা নিষিদ্ধ জিনিস বিক্রি করা সেটাও নিষিদ্ধ। পলিথিন সস্তা এ ধারণা ঠিক না। এটা একশ’ বছরেও পৃথিবী থেকে যাবে না। পলিথিন ব্যবহার বন্ধ করলে দেশীয় জিনিসগুলো ফিরে আসবে।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, ব্যুরো বাংলাদেশের পরিচালক ফারমিনা হোসেন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available