নরসিংদী প্রতিনিধি: রান ফর অল প্রতিপাদ্যে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ৮ নভেম্বর শুক্রবার ভোরে নরসিংদীর রায়পুরায় এই ম্যারাথনের আয়োজন করে রায়পুরা রানার কমিউনিটি ও উপজেলা প্রশাসন।
বর্ণাঢ্য এই আয়োজনের মিডিয়া পার্টনার নরসিংদী প্রেসক্লাব। ৪২, ২১ ও ১০ কিলোমিটার এই তিন ক্যাটাগরিতে বিভক্ত ম্যারাথনে অংশ নেয় দেশ- বিদেশের প্রায় ৭শ’ দৌড়বিদ। নারী, শিশু, তরুণ, বৃদ্ধ সবাই একসাথে পায়ে পা মিলিয়ে দৌড়ালেন।
এবারের আসরে অনেকেই অংশ নিয়েছে প্রথমবার, অনেকে আবার একাধিক। তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাসের চিহ্ন। সবার একটিই প্রত্যাশা, সবুজে ভরে উঠুক দেশ ও সুন্দর হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া আশরাফুল ইসলাম বলেন, এটা আমার দ্বিতীয়বারের মতো কোনো ইভেন্টে জয়েন করা। সুস্থ থাকতে হলে জীবনে প্রচুর দৌড়াতে হবে। এ প্রজন্ম দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে একটি সুন্দর দেশ গঠন করবে বলে আমি প্রত্যাশা করি।
আরেকজন অংশগ্রহণকারী বলেন, চাকরিজীবীদের সব সময় বসে থাকতে হয়। ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের মাত্রা কম থাকে। সেক্ষেত্রে বলবো নিজেকে যত ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের ভেতর রাখা যায়, ততো ফিট থাকা যাবে। এতে আমাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকে।
আয়োজকরা বলছেন, সবুজ দেশ আর সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে এই ম্যারাথন। শরীর ও মন সুস্থ রাখতে দৌড়ের বিকল্প নেই বলেও জানান দৌড়বিদরা। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবে বলেও মনে করেন অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available