• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫১:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫১:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পানি উৎসবে মেতেছে খাগড়াছড়ির মারমা তরুণ-তরুণীরা

১৫ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:২৩:৫৬

পানি উৎসবে মেতেছে খাগড়াছড়ির মারমা তরুণ-তরুণীরা

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়িদের অন্যতম প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবি’র আনন্দে ভাসছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। ফুল বিজু, মুল বিজুর পর ১৫ এপ্রিল শনিবার পালিত হয় চাকমাদের গয্যাপয্যার দিন। অন্যদিকে মারমা জনগোষ্ঠির ‘সাংগ্রাইং’ উৎসবও শুরু হয়েছে শনিবার থেকে।

শুক্রবার সকালে জেলার পানখাইয়াপাড়া বটতলায় মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই র‌্যালির উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। র‌্যালিতে মারমা তরুণ-তরুণীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে। এসময় তারা নেচে গেয়ে পুরো খাগড়াছড়ি শহরকে উৎসবমূখর করে তোলেন।

পরে সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ পানি উৎসব শুরু হয়। একে অপরকে পানি ছিটিয়ে নিজেদের পরিশুদ্ধ করার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন মারমারা। জলকেলি নামে পরিচিত এই উৎসবে সব বয়সী মারমা সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করে। 
হবে তরুণ-তরুণীদের অংশগ্রহণই বেশি দেখা যায়। এসময় তার নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, ডিজিএফআইর ডেট কমান্ডার লে: কর্ণেল মোঃ শাহ আলম সিদ্দিকী, জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মো: নাইমুল হক, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫