• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৫:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৫:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, নিহত ১

৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২৪:৪৬

মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, নিহত ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ঢাকা মাওয়া হাইওয়েতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ধাক্কা দিলে সুমি আক্তার (৩০) নামের এক নারী বাস যাত্রী নিহত হয়েছেন। নিহত সুমি শরীয়তপুরের নড়িয়া মাঝিকান্দি এলাকার মোহাম্মদ আলী মাতবরের মেয়ে। সে শরীয়তপুর থেকে ঢাকায় ফিরছিল।

৮ নভেম্বর শুক্রবার সকাল দশটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর থেকে ছেড়ে আসা শরীয়তপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (মেট্রো ব- ১৫-৩৫৪০) ইকুরিয়া এলাকায় আসার পর পেছনের চাকা পাঞ্চার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার রোড ডিভাইডারে ধাক্কা মারে। এ সময় গাড়িতে সামনের সিটে বসে থাকা সুমি আক্তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর পর স্থানীয় জনতা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ১০-১২ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

চাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় বাসের ড্রাইভারকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ড্রাইভার পলাতক থাকলেও বাসটি জব্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫