জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় খেলতে গিয়ে দুই কিশোরের মাধ্যে বাক-বিতণ্ডার জের ধরে অতর্কিত হামলায় আহত মাদ্রাসা ছাত্র রায়হান মিয়া (১৫) প্রায় ১১ দিন চিকিৎসারত থাকার পর তার মৃত্যু হয়েছে।
নিহত রায়হান জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। ৮ নভেম্বর শুক্রবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক ও স্থানীয়দের মারফতে জানাগেছে, বাউধরন গ্রামের শফিকুর রহমানের কিশোর ছেলে রায়হান মিয়া ও একই গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়ার মাধ্যে ফুটবল খেলাকে কেন্দ্রে করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কিশোর রায়হান মিয়ার উপর অতর্কিত হামলা চালায় শাওন মিয়া। এতে গুরুতর আহত হয় রায়হান।
আহতাবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসকরা। এরপর থেকে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে রায়হান।
৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ১১ দিনের মাথায় সিলেটে থেকে তাকে বাড়িতে নিয়ে আসার পথে হঠাৎ রায়হানের অবস্থা খারাপ দেখে তাকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ-সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরদের মধ্যে মারা-মারির ঘটনায় রায়হানের মা রুমি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে ৩ নভেম্বর জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর থেকে আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available