ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থেকে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা ৬৭ পিছ গোলাবারুদ উদ্ধার করেছেন থানা পুলিশ। এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
৯ নভেম্বর শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ভোমরিয়া ঘোনা সাতরা নামক এলাকার ঈদগাঁও নদীর পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মসিউর রহমান বলেন, এসব গোলাবারুদ ৫ আগস্টে ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া হতে পারে বলে মন্তব্য করেন। মামলার বিষয়ে জানতে চাইলে বলেন, জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ স্যারের সাথে কথা বলে মামলা দায়ের করা হবে।
তিনি আরও বলেন, জনগণের সার্বিক সহযোগিতা পেলে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব। সকলকে সমাজ গঠনে আরও বেশি অগ্রণী ভূমিকা রাখতে হবে।
স্থানীয় ইউনিয়নের মেম্বার আব্দুল হাকিম বলেন, অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। যে বা যারা এলাকায় বিশৃঙ্খলা করার জন্য এসব এনেছে তাদের ধরতেই হবে।
স্থানীয় জনসাধারণ ও পথচারীরা বলেন, রামু ঈদঁগড় সড়কে দিনে ও রাতে লম্বা দেশি অস্ত্র নিয়ে ও বন্দুক নিয়ে অপহরণকারী চক্রের সদস্য ও ডাকাতদলের সদস্যরা সড়কে যানবাহন গতিরোধ করে ডাকাতি করে। সাধারণ মানুষ অনেক কষ্টে আছেন।
তারা আরও বলেন, এই ডাকাতি ও অপহরণের চেষ্টা প্রতিনিয়ত অব্যাহত রেখেছে দুর্বৃত্তরা। তাদের শাস্তির আওতায় আনতে হবে। এ বিষয়ে ইদগাও থানার ওসি মসিউর রহমান ও রামু থানার ওসির সার্বিক সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available