চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় সন্ধ্যায়।
জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আজাদ মালিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বিএনপি সবসময় স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে।
তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একটি। অতএব, আপনারা দল-মতের ঊর্ধ্বে উঠে সংবাদ পরিবেশন করবেন। দেশের বিরুদ্ধে যায় এমন সংবাদ পরিবেশন এবং কর্মকাণ্ড থেকে সবাই বিরত থাকবেন। জেলা বিএনপি সর্বদাই জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
কনভেনশনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরিফুজ্জামান শরিফ। সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব এড. মানিক আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, নাজমুল হক স্বপন, রিফাত রহমান, জান্নাতুল আওলিয়া নিশি, কামরুজ্জামান সেলিম প্রমুখ।
শেষে আজাদ মালিতা সভাপতি ও এড. মানিক আকবার সাধারণ সম্পাদক এবং জিসান আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটির ঘোষণা দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available