মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতি প্রতিরোধে শপথ নিয়েছে ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ শতাধিক নাগরিক। ৯ নভেম্বর শনিবার স্থানীয় ব্র্যাক লার্নিং সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের আয়োজনে “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় ও করণীয়” শীর্ষক এক সভায় এ শপথ অনুষ্ঠিত হয়।
সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটি ভিত্তিক অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের ১৫০ জন সদস্য অংশ গ্রহণ নেয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে সভার মূল আলোচ্য বিষয় তুলে ধরেন টিআইবি প্রধান কার্যালয়ের সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান।
স্বাগত বক্তব্য প্রদান করেন- সনাক সহ সভাপতি সাজেদা খাতুন। কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে উপস্থাপন করেন কো অর্ডিনেটর-সিই আতিকুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য মো. বজলুর রসিদ খান, মো. সানোয়ার হোসেন, বাপ্পু মৃ. মোনালিসা সাংমা, ইয়েস সদস্যসহ দলনেতা রুহুল আমিন, সুমি খাতুন, সেলিনা পারভীন, এসিজি সমন্বয়ক পল্লব মৃ, তসির উদ্দিন তানভীর, হাবিবুর রহমান, মুক্তার হোসেন, রমজান আলী, রেহানা পারভীন, শারমিন আক্তার প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নিয়ে ৩০ জন অংশ গ্রহণকারী অভিজ্ঞতা বিনিময়, সফলতা এবং করণীয় সর্ম্পকে মতামত প্রদান করেন।
এর আগে সনাক কার্যক্রমের অর্জন, চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায় তুলে ধরেন টিআইবির মধুপুর এরিয়া কোঅর্ডিনেটর-সিই জিনিয়া গ্লোরিয়া ম্রং। আলোচনা শেষে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান টিআইবির ক্লাস্টার কোঅর্ডিনেটর মাহান উল হক নোবেল।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, যে বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে কিছু দৃশ্যমান পরিবর্তনের কথা যেমন, কুড়াগাছা ইউনিয়ন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কেন্দ্রগুলো সময়মতো খোলা ও বন্ধ করা। স্টাফদের উপস্থিতি বৃদ্ধি ও ব্যবহারের উন্নতি, সেবার মান আগের চেয়ে তুলনামূলক ভালো করা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available