• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৫৪:৪৯ (13-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৯শে কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৫৪:৪৯ (13-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে আসল পুলিশসহ দুজনকে গণধোলাই

১১ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৩০:৫৭

সিদ্ধিরগঞ্জে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে আসল পুলিশসহ দুজনকে গণধোলাই

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে আসল পুলিশসহ দুই ব্যক্তিকে গণধোলাই দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় জনতা।

১০ নভেম্বর রোববার বেলা ১১টায় ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে।

গণধোলাই খাওয়া ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার হাসেমপুর থানার মৃত শরাফত আলীর ছেলে মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫), তিনি ঢাকাস্থ (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। অপরজন পুলিশ সদস্যের বন্ধু মো. রাজু (৪৫), তিনি বরিশাল জেলার মোল্লাদি থানার নেছার উদ্দিনের ছেলে।

ঘটনাস্থলের দুজন দোকানি জানান, মারধর করে পুলিশ দেওয়া দুই ব্যক্তিকে সানারপাড়ের কয়েকজন ছেলের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছে। কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে হাতাতি হয়। পরে ওই ছেলেগুলো আশপাশের লোকজনকে ডেকে এনে মারধর শুরু করে। আমরা পরে শুনেছি, তারা নাকি পুলিশের লোক পরিচয় দিছেন। লোকজন কার্ড দেখাতে বললে উনারা ডুপ্লিকেট কার্ড দেখান।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। তিনি বলেন, স্থানীয় জনতা আমাদের কাছে যে দুজন ব্যক্তিকে দিয়েছেন তাদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং আরেকজন ওই পুলিশ সদস্যের বন্ধু। মূলত তাদের পকেটে সানারপাড় এলাকার কয়েকজন ছেলে পকেট মার আখ্যা দিয়ে আশপাশের লোকজন ডেকে আনেন। তখন তারা পুলিশ সদস্য পরিচয় দিলো ভুয়া পুলিশ বলে মারধর শুরু করে।

তারা নাকি লোকজনকে পুলিশের ডুপ্লিকেট আইডি কার্ড দেখিয়েছে এমন প্রশ্ন করা হলে (ওসি) বলেন, না, যে ব্যক্তি পুলিশের সদস্য তার কাছে অরজিনাল কার্ডই রয়েছে। সে পুলিশেরই লোক। মূলত ওই ছেলেগুলো এই ব্যক্তিদের পকেটে হাত দিয়েছে। কিন্তু তারা উল্টো জনগণকে বুঝিয়েছে যে তাদের পকেট মারতে গেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ