• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে কার্তিক ১৪৩১ বিকাল ০৫:০৩:৫৮ (13-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৯শে কার্তিক ১৪৩১ বিকাল ০৫:০৩:৫৮ (13-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবালয় অভিযানে অবৈধ ড্রেজার ধ্বংস ও জরিমানা

১১ নভেম্বর ২০২৪ সকাল ১০:০৬:১১

শিবালয় অভিযানে অবৈধ ড্রেজার ধ্বংস ও জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার উচ্ছেদসহ ২টি মেশিন ও চারশ’ মিটার পাইপ আকেজো করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজার চালানোর অপরাধে ২ জনকে ১ লক্ষ টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

১০ নভেম্বর রোববার সন্ধ্যার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া ও ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ড্রেজার উচ্ছেদসহ পাইপ ধ্বংস ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন, উপজেলার মহাদেবপুর এলাকার মেজর আলী(২৮) ও বেজপাড়া এলাকার রাজ্জাক মোল্লা(৪৫) সহ পাঁচ জন অবৈধ ড্রেজার ব্যবসায়িকে জনকে অর্থ দণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন জানান, শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া ও ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন ও ৪শ’ মিটার পাইপ অকেজো করা হয়। এ সময় ড্রেজার মেশিন চালানোর অপরাধে ২ জনকে ১ লক্ষ টাকা জরিমানা ও মহাসড়ক সংলগ্ন ড্রেজার মেশিন বসিয়ে পাইপের সাহায্যে মাটি অন্যত্র স্থানান্তর করার দায়ে ৩ জনকে সড়ক পরিবহন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ